ঢাকাSunday , 25 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রচারণায় ব্যস্ত জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদ

Mahamudul Hasan Babu
January 25, 2026 1:56 pm
Link Copied!

জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচন সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে সব রাজনৈতিক দলের প্রার্থী ও তাঁদের কর্মী-সমর্থকরা ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়।

এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফুলবাড়ী উপজেলায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পনির উদ্দিন আহমেদ। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস কে বাবু, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজার রহমান মাস্টার, সদস্য সচিব হারুন আর রশিদসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় পনির উদ্দিন আহমেদ বলেন, বিগত সময় এমপি ছিলাম কুড়িগ্রামের নানা উন্নয়নে কাজ করেছি, জনগণ আবার ও সুযোগ দিলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে কুড়িগ্রামকে একটি আলোকিত কুড়িগ্রাম হিসেবে গড়ে তুলবো।