আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোববার ভোরে উপজেলার মটমুড়া ইউনিয়নের সিন্দুরকৌটা গ্রামের একটি একটি ব্রিজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র গুলির মধ্যে রয়েছে, একটি দেশী পিস্তল,একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন।
সেনা অভিযান সূত্রে জানা গেছে, কাজিপুর সীমান্ত দিয়ে অস্ত্র ও গুলি কুষ্টিয়া এলাকায় পাচার হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সেগুলো উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাংনী সেনাবাহিনী ক্যাম্পের মেজর আহমেদ ফজলে রাব্বি ও ক্যাপ্টেন রিফাত রায়হান।অস্ত্র গুলি ও ম্যাগাজিন জিডি মূলে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
