আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের গাংনীর ঈদগাহ পাড়া এলাকায় বসতবাড়ির পানির পাইপ, পানির ট্যাংকী ও নির্মাণাধীন প্রাচীর ভাঙচুরের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন।
আজ রবিবার বিকেলে সাবিনা খাতুনের নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য ভুক্তভোগী সাবিনা খাতুন বলেন,আমি ৪ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে আসছি।পৌরসভার নির্দেশনা মোতাবেক আমার জমির এক পাশ দিয়ে রাস্তা দেয়া হয়েছে। আমি জমির অন্য সাইড দিয়ে পানি বের করা পাইপ, টয়লেটের ট্যাংকী নির্মাণ করে বসবাস করছি।
আমার প্রতিবেশী আলেহিম মাস্টার, ভূবন, রফছেদ আলী, ইসরাইল হোসেন, আব্দুল আলিম মাস্টারসহ আরো কয়েকজন আমার বাড়ির অন্য সাইড দিয়ে আবারো রাস্তা নেয়ার দাবি করেন। আমার বাড়ীর ৪ শতক জমির মধ্যে দুই সাইড দিয়ে রাস্তা দিতে আমি রাজি না হলে জোরপূর্বক আমার বাড়ির সীমানা পাঁচিল ভেঙ্গে দিয়েছে। এ ঘটনায় আমি তাদের বিচার দাবি করছি।
তিনি আরও বলেন, অভিযুক্তরা তাদের নিজস্ব চলাচলের রাস্তা ব্যবহার না করে জোরপূর্বক তার বাড়ির দক্ষিণ পাশের জমি দিয়ে যাতায়াত করে আসছিলেন। এতে বাধা দিলে বিবাদীরা পানি নিষ্কাশনের জন্য স্থাপন করা পাইপ আগেও ভাঙচুর করেছিল। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা মানতে অস্বীকৃতি জানান।
আবারো গত ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা তার বসতবাড়িতে নির্মাণাধীন পানির পাইপ ও পানির ট্যাংক ভাঙচুর করে প্রায় ৬ হাজার টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্তরা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা থেকে এসআই শিমুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে ভুক্তভোগী তার জমিতে প্রাচীর নির্মাণ করলে গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল ৮টার দিকে অভিযুক্তরা সেই প্রাচীর ভেঙ্গে দিয়েছে।
আমরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করে।এ সময় প্রতিবেশী চায়না খাতুন ও তার স্বামী নাসির এগিয়ে এলে ২ নম্বর বিবাদী তাদের দু’জনকে মারধর করে।
ঘটনার প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষী হিসেবে রিনা খাতুন, চায়না খাতুন এবং মাহফুজ ইসলামসহ আশপাশের একাধিক ব্যক্তি বিষয়টি জানেন। ভুক্তভোগী সাবিনা খাতুন দোষীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
:
