স্টাফ রিপোর্টার(লক্ষ্মীপুর):আবু সালমান : লক্ষ্মীপুর-৪(রামগতি–কমলনগর) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন গণ অধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রেদোয়ান উল্লাহ খান।
গতকাল রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ারের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রেদোয়ান উল্লাহ খানের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিব আহমেদ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব নাইম ইসলাম সৌরভ গাজী এবং উপজেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসান শিকদার।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটারদের নিরাপত্তা এবং প্রচার-প্রচারণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রার্থী রেদোয়ান উল্লাহ খান একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।
অপরদিকে, ওসি লিটন দেওয়ার জানান, নির্বাচনী আচরণবিধি মেনে চলা ও এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের আইন মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আহ্বান জানান।
