এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর পক্ষে উপজেলা তাঁতীদলের উদ্যোগে নিয়ন নির্বাচনী প্রচার প্রচারনা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল বিরল উপজেলার শাখা কমিটির আহবায়ক লুৎফর রহমান ও সদস্য সচিব আব্দুস সামাদ পুলক উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ৩ টি ইউনিয়ন নির্বাচনী প্রতীক “ধানের শীষ” এর নির্বাচনী প্রচার প্রচারনা কমিটি অনুমোদন করেন।
প্রচার প্রচারনা কমিটির সদস্যরা হলেন ২ নং ফররক্কাবাদ ইউনিয়নে খাইরুল আলম মিলনকে আহবায়ক ও রোকন আল আশিক কে সদস্য সচিব ৩ নং ধামইর ইউনিয়নে জব্বার আলীকে আহবায়ক ও লুৎফর রহমানকে সদস্য সচিব এবং ১০ নং রানীপুকুর ইউনিয়নে সাব্বির হোসেন কে আহবায়ক ও হারুন অর-রশীদ কে সদস্য সচিব করে কমিটি অনুমোদন করা হয়। অনুমদিত ইউনিয়ন কমিটির অধীনে সকল ওয়ার্ড তাঁতীদলের নেতৃত্ববৃন্দকে জৈষ্ঠ্যতার ভিক্তিতে ওয়ার্ডে দায়িত্ব দিয়ে উপ-কমিটি করতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।
বিরল উপজেলা তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান জানান, ইতিমধ্যে ইউনিয়ন কমিটি সহ তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ নির্দেশনা অনুযায়ী ধানের শীষের প্রচারণায় জোড়ালো ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের তিনটি ইউনিয়নে প্রচার প্রচারণা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বাকীগুলো শীঘ্রই করা হবে।
