ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে দিনমজুরের বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব চার পরিবার

Mahamudul Hasan Babu
January 27, 2026 1:43 pm
Link Copied!

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর কবিরহাট উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক দিনমজুরের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একই পরিবারের চারটি পরিবার সম্পূর্ণভাবে নিঃস্ব হয়ে পড়েছে।

মঙ্গলবার ভোররাতে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাটওয়ারীরহাট এলাকার ছমদ আলী হাজী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দিনমজুর জাকের হোসেনের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, ভোররাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ সবকিছু পুড়ে যায়। ওই বসতঘরে জাকের হোসেনসহ তার তিন ভাইয়ের পরিবার এবং তাদের মানসিক প্রতিবন্ধী মা বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেলেও কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত জাকের হোসেনের স্ত্রী বলেন, “দুই নাবালক সন্তান, প্রতিবন্ধী শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে আমরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছি।” তিনি উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের সহায়তার আবেদন জানান।

স্থানীয়রা কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে নোয়াখালী-৫ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতে ঘর নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন।

পাটওয়ারীরহাট বাজারের স্থানীয় চিকিৎসক গিয়াস উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্ব হারিয়েছে। তিনি উপজেলা প্রশাসন ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।