ঢাকাTuesday , 27 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজৈরের টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। নারীসহ তিনজন গ্রেপ্তার

Mahamudul Hasan Babu
January 27, 2026 1:46 pm
Link Copied!

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :মাদারীপুরের রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে টেকেরহাটে ও আন্দনমোড়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু সালেহ মো তানজিল জানান, ২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘন্টার যৌথ বাহিনীর একটি অভিযানিক দল রাজৈর উপজেলার শাখারপাড় আন্দন মোড়ে মাদক কারবারি এনদাল শেখের বাড়ি থেকে ইয়াবাসহ মাদক উদ্ধার করে, পরে তার দেওয়া তথ্য মতে রাজৈরের টেকেরহাটের ঘোষালকান্দিতে অভিযান পরিচালনা করে আরোও ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন, নগদ টাকাসহ আরোও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাজ থেকে ৫৭০৭ পিচ ইয়াবা, ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২৬৫০ নগদ টাকা ও মোবাইল ফোন ৬টি এন্ড্রয়েড ফোন ও তিনটি ফিচার ফোন উদ্ধার করা হয়েছে।
দুর্দান্ত এই অভিযানটির নেতৃত্বদেন মেজর আবু সালেহ মো তানজিল, লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামসহ অন্যানরা।

গ্রেপ্তারকৃতারা হলেন রাজৈরের শাখারপাড়ের আন্দনমোড়ের জলিল শেখের ছেলে এনদাল শেখ ( ৫০), রাজৈর পৌর এলাকার ঘোষালকান্দি গ্রামের মৃত মোতাবেক মোল্লার মেয়ে জীবনী বেগম (৩৮) ও একই এলাকার সায়েদ আলীর ছেলে সাগির শেখ (৪২)।