রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২(ইসলামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সোমবার(২৬জানুয়ারি) রাতে ৯ টা সময় ইসলামপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সুলতান মাহমুদ বাবু বলেন,“দেশ আজ এক গভীর গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “ইসলামপুরের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি অতীতেও মানুষের পাশে ছিলাম,আগামীতেও থাকব। জনগণের অধিকার আদায়ে বিএনপি আপসহীনভাবে রাজপথে রয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল,মহিলা দলের সভাপতি নাহিদা খানম শুলেখাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
