এস এ ডিউক ভূইয়া তিতাস- কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার তিতাসে ধানের শীষের নির্বাচনী সমাবেশ নারী-পুরুষসহ সাধারণ মানুষের ঢল নেমে আসে। উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ধানের শীষের নির্বাচনী সমাবেশে নারী-পুরুষসহ সাধারণ মানুষের ঢল নেমে এসেছে।
সমাবেশকে সফল করতে বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি- সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে অংশ গ্রহণ করেন।মানুষ দেখে মনে হয় সমাবেশ শুরু হওয়ার আগেই মাঠ ভরে গেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।
জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন খানের পরিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির
সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো.আলী হোসেন মোল্লা, সহ-সভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.সেলিম মোল্লা, কোষাধ্যক্ষ মো.জামাল উদ্দিন প্রধান,সহ-সাংগঠনিক সম্পাদক মো.মনিরুল হক মনু মেম্বার, মোসামৎ
মমতাজ মেম্বার,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন,উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক মো.নজরুল ইসলাম
সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া,উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন মেম্বার,
উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, উপজেলা জাসাসের আহবায়ক এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান,উপজেলা ছাত্র দলের আহবায়ক ফাহিম সরকার,সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.শামীম সরকারসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।এরআগে আ.লীগের
কয়েক শতাধিক নেতা-কর্মী নিয়ে প্রধান অতিথির হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে যোগদান করেন
জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আজমল সরকার, মাজহারুল ইসলাম সরকার, বাবু সরকার, হান্নান মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এরপর আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদানকৃতদের হাতে ধানের শীষ তুলে দিয়ে তাঁদেরকে বরণ করে নেন- কুমিল্লা-২( হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মো.সেলিম ভূইয়া।
