ঢাকাThursday , 29 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন থেকে সততা পালিয়ে গেছে- মির্জা ফখরুল 

Mahamudul Hasan Babu
January 29, 2026 12:21 pm
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- নির্বাচনে সততা পালিয়ে গেছে। আমরা চেষ্টা করি সততা ধরে রাখতে৷ আপনার ভোট বড় আমানত৷ সেটা আমাকে দেবেন৷ কারন আমি আপনাদের চেনা লোক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব মন্তব্য করেন তিনি৷
মহাসচিব বলেন, আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চায়না৷ কাজ করে বাঁচতে চায়৷ সেজন্য প্রশিক্ষণ নিতে হবে৷ আমাদের ছেলেগুলো শুধু পড়াশোনা করে এম.এ বি.এ পাশ করতে চাই৷ পাশ করে চাকরি মিলেনা৷ প্রশিক্ষণ নিয়ে বাইরে দেশে গিয়ে ভালো আয় করা সম্ভব। ছাত্রদেরকে ঐদিকে মনযোগী করতে হবে। সঠিক পথে যেতে হবে। এতে আমাদের উন্নতি হবে৷
তিনি আরও বলেন, ১৫ বছর এসব কথা আমরা বলতে পারি নাই। আমাদেরকে শুধু পিটিয়েছে আর মামলা দিয়েছে৷ এখন আমরা কাজ করতে চায়। আপনারা সংগঠন গড়ে তুলবেন। সংগঠনের মাধ্যমে আমরা কাজ করতে চায়৷ সবজি রাখার জন্য কোল্ড স্টোরেজ করা হবে। নারীদের কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে৷
মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও আমার জন্মস্থান। আমার বাবা, আমি ও আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগের আমলে ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্বেও তাকে কোন বরাদ্দ দেওয়া হয় নাই। আমরা কাজ করতে পারিনাই। সরকার চলে যাওয়ায় পর আমরা শহরের রাস্তার কাজ গুলো নিয়ে এসেছি৷ আপনারা অতীতে ভোট দিয়েছেন এবারও দেবেন। আমরা রাজনীতি করে ব্যবসা করিনা। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। বাপের জমিজমা যা ছিল অর্ধেক শেষ।এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন।
এসময় দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।