ঢাকাThursday , 29 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নৌবাহিনীর নিরাপত্তা প্রস্তুতি জোরদার

Mahamudul Hasan Babu
January 29, 2026 12:17 pm
Link Copied!

মোঃ আক্তার হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:- ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং অপারেশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে।
‎এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার এডমিরাল এ কে এম জাকির হোসেন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ভোলা জেলার বোরহানউদ্দিন পৌরসভা ভবন ও মডেল মসজিদে অবস্থানরত নৌ-কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন।
‎তিনি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল নৌসদস্যকে সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
‎বাংলাদেশ নৌবাহিনী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করে যাচ্ছে।