Tue. Nov 26th, 2024

বিরলে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, আস্থা ও নির্ভরতা নবায়ন উপলক্ষে আলোচনা সভা

oplus_0

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে শান্তি, সম্প্রীতি ও সহনশীল পরিবেশ বিনির্মানে যুব উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, আস্থা ও নির্ভরতা নবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৩ টায়, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে, উপজেলা যুব ফোরামের আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ এর সহযোগীতায় এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম, আনিছুর জামান মিলন, মেজবাহুন নাহার পলি, ওয়াহেদুজ্জামান, দেদিপ্ত সরকার, মোহনা টেলিভেশনের জেলা প্রতিনিধি সুবল চন্দ্র রায়, আস্থা প্রকল্প এর ক্লাস্টার সমন্বয়ক রেফায়েত আরা রিতু, জেলা সমন্বয়কারী মো: কামরুজ্জামান, আস্থা প্রকল্প এর মনিটরিং সমন্বয়কারী ফয়সাল হাবিব, সিনিয়র ফিল্ড কোর্ডিনেটর নাফিসা সাদাফ।

Related Post

Leave a Reply