মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার পুকুর পাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৯তারিখ সকাল১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, চামচে মার্বেল দৌড়, বস্তা দৌড়সহ বিভিন্ন আনন্দমূলক খেলাধুলা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আ.রহিম , যুগ্ম আহ্বায়ক ডাঃ মতিউর রহমান, আতাহার,আ.ছালাম ফকির,কালাম , আইয়ুব আলী সহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রওশন আলী তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে খেলাধুলায় অংশগ্রহণ করে এবং পুরো বিদ্যালয় প্রাঙ্গণ ছিল আনন্দ ও উচ্ছ্বাসে মুখরিত। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে অতিথিরা সফলভাবে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
