আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের ভিজিডির চাউল বিতরণে অনিয়ম ,ভূয়া নামে চাউল লুটপাট।
নিজের দেওয়া ভোক্তাদের নামের তালিকা চিনতে পারছেন না গ্রামের ওয়ার্ড মেম্বার।ভোক্তাদের নিকট থেকে আদায় করা অর্থ ফেরত দেয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি।
কাজিপুর ইউনিয়নে অসহায় দিনমজুর মানুষদের জন প্রতিমাসে ৩০ কেজি করে চাউল বরাদ্দ দিয়েছে সরকার। সেখানে অসহায় দিনমজুর মানুষদের না দিয়ে প্রভাবশালী পরিবারকে এই সুবিধা দেয়া হয়েছে আর বঞ্চিত করা হয়েছে ভুক্তভোগী অসহায় মানুষদের। ইউনিয়নে ১৫৬ জন ভোক্তা এই সুবিধা পেয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা গেছে ১নং ওয়ার্ডে ১৭ জন ভোক্তা এই সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৫ জনকে খুঁজে পাওয়া গেছে। বাকী ভোক্তাদের খুঁজে পাওয়া যায়নি।এর মধ্যে তিনজন প্রভাবশালী পরিবারে যাদের বাড়িঘর টাইলস লাগানো রয়েছে।অথচ অসহায় বিধবা দিনমজুর এই সুবিধা পাইনি।এভাবেই চলছে ভিজিডির চাউল বিতরণ।
কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন সরকারি ইউনিয়ন পরিষদে চাউল বিতরণ না করে তিনি ব্যক্তিগত অফিস ভাড়া নিয়ে ইচ্ছে মতো এই চাউল বিতরণ করে আসছেন।
বর্তমান ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম প্রায় বন্ধের পথে। সরকারি গুরুত্বপূর্ণ খাতা পত্র মাস্টার রোল থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যানের নিজের বাসায় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এবিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর ইউনিয়ন পরিষদের সচিব মতিয়ার রহমান।চেয়ারম্যান আলম হুসাইন ইউনিয়ন পরিষদে না যাওয়াই সেবা নিতে আসা অধিকাংশ ভুক্তভোগী দিনের পর দিন ইউনিয়ন পরিষদে ঘুরেও সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।
অভিযোগ সুত্রে জানা গেছে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সরকারি ভিজিডির ১৫৬ জন ভোক্তাদের ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসে ( ৫) মাসের ২৩ টন সরকারি চাউল ভোক্তাদের না দিয়ে আলম হুসাইন
তার নিজস্ব গোডাউনে গোপন করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।
৭ মাস পর কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন ২৫ সালের ডিসেম্বর মাসের মাসিক সমন্বয সভায় তিনি ভিজিডির খারাপ পচা চাউল দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন।
এসময় অন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বলেন এতদিন আগের চাউলের হিসাব এখন করলে হবে? আপনি চাউল বিতরণ করেন নি কেন? এই কথা বলে বিষয়টি গোপন করার চেষ্টা করে।
এঘটনার পর মাসিক সমন্বয় সভায় সাত মাস আগের সেই চাউলের কথা তুলে ধরেন এরপরই বিষয়টি জানাজানি হয়।
কাজিপুর ইউনিয়নের ১৫৬ জন ভোক্তাদের মাসে ৩০ কেজি করে ৫ মাসে ৭৮০ জন ভোক্তার মোট ২৩ টন ৪০০ গ্রাম চাউল গোপন করে রাখার অভিযোগ।
এছাড়াও ১৫৬ জন ভোক্তার নিকট থেকে মাসিক ২৬০ টাকা করে জামানত রাখা হয়েছিল যে টাকা এককালীন ফেরত যোগ্য। একজন ভোক্তা দুই বছরে জামানত হিসেবে ৬ হাজার ২ শত ৪০ টাকা জমা রেখেছিলেন। অথচ ফেরত দেয়া হয়েছে জন প্রতি ৩ হাজার টাকা। বাকী টাকা আত্মসাৎ করা হয়েছে।
সর্বমোট ১৫৬ জন ভোক্তা ৯ লক্ষ ৭৩ হাজার ৪৪০ টাকা জামানত হিসাবে জমা রেখে ছিলেন। এর মধ্য ফেরত দেওয়া হয়েছে ৪ লক্ষ ৬৮ হাজার টাকা।ভোক্তাদের ৫ লক্ষ ৫ হাজার ৪৪০ টাকা।ব্যাংকের কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য এই টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
এব্যাপারে কাজিপুর ১ নং ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেনকে ১৭জন ভোক্তাদের নামের তালিকা দেখানো হলে তিনি পাঁচজন ছাড়া বাকী ভোক্তাদের চিনতে পারেননি।তিনি বলেন,কিছু ভুয়া নাম থাকতে পারে এই ওয়ার্ডে সব নামের তালিকা আমি একা দেয়নি। এখানে মহিলা মেম্বার এবং চেয়ারম্যান গন সবাই মিলে দিয়েছে। প্রভাবশালী পরিবারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওই নাম অন্য কেউ দিয়েছে।
এব্যাপারে কাজিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মহিবুল ইসলাম জানান,আমার ওয়ার্ডে আমি ৬ জনের নাম দিয়েছি। বাকী ভোক্তাদের নামের তালিকা মহিলা মেম্বার এবং চেয়ারম্যান দিয়েছে। এর মধ্যে দুই একজন বাদে সকলকেই চিনি,সবাই অসহায়।
এব্যাপারে গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন এর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। পরে তিনি মোবাইল ফোন ব্যাক করে বলেন আমি শারীরিকভাবে অসুস্থ কথা বলার অবস্থা এখন আমার নেই। এছাড়াও তিনি সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।
এ ব্যাপারে কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম অনুযায়ী ভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে এবং নিজ নিজ আইডি কার্ড নিয়ে এই চাউল উত্তোলন করে নিয়ে গেছে। এছাড়া ভোক্তাদের নামের তালিকা ওয়ার্ড মেম্বাররা সরবরাহ করেছে এখানে অনিয়ম হওয়ার কোন সুযোগ নেই।
জামানতের টাকার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, সেই সময় কিছুটা অনিয়ম হয়েছিল।আমাদের ইউনিয়ন পরিষদের কেউ জড়িত নয় টাকা ফেরতের বিষয়টি সম্পূর্ণ ব্যাংকের যদি অনিয়ম হয় তাহলে এটা খতিয়ে দেখা হবে।
এ ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
