ঢাকাSaturday , 31 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২

Mahamudul Hasan Babu
January 31, 2026 6:01 pm
Link Copied!

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর বাউফলে ভোট চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— জামায়াতে ইসলামীর কর্মী সিফাত চৌকিদার এবং বিএনপির সমর্থক সুজন চৌকিদার। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল ব্যাপারি ওই এলাকায় ভোটের প্রচারণা চালাতে গেলে সিফাত চৌকিদার তাকে কটুক্তি করে কথা বলেন। এ সময় সুজন চৌকিদার এর প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বেল্লাল ব্যাপারি ঘটনাস্থল ত্যাগ করেন।
এরপর সিফাত ও সুজনের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিফাতের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে সুজনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে সুজনের লোকজন ঘটনাস্থলে গিয়ে সিফাতকে মারধর করেন।
ঘটনার পর আহত সিফাত ও সুজন উভয়েই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন,
“আমি হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেছি। ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে তদন্তে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।