মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মহাসড়কের পাশ থেকে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার নওগাঁ গ্রামের খগেন সিং স্ত্রী পারবতী রানীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের ধারণা, বৃদ্ধার মৃত্যুকে ঘিরে রহস্য রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ভাঙ্গুড়া উপজেলার একটি ব্যস্ত মহাসড়কের পাশে একটি বৃদ্ধার নিথর দেহ পড়ে থাকতে দেখে পথচারীরা বিষয়টি লক্ষ্য করেন। পরে তারা দ্রুত ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত বৃদ্ধার বয়স আনুমানিক ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান জানায়, নিহত বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত নাকি শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
