Tue. Nov 26th, 2024

পঞ্চগড় সদরে ৮৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক। 

একেএম বজলুর রহমান পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের সদর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের যৌথ অভিযানে ৮৪ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে ।
পঞ্চগড় জেলার  পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ আমিরুল্লা অভিযানের নির্দেশ দেন। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর সহিত যৌথ অভিযান পরিচালনা করেন।
তারা গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজান (৪০)।
সে আব্দুল মমিনের ছেলে। তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পুরাতন পঞ্চগড় এলাকায়।
মিজানুর রহমানের নিকট থেকে ৮৪ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রির ২৩ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায পঞ্চগড় সদর থানায় ৪ নভেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলা নম্বর ৫।
দেবীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ ৮৪ বোতল ফেন্সিডিল, মাদকদ্রব্য বিক্রির টাকাসহ মাদক ব্যবসায়ীকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Related Post

Leave a Reply