মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামীলীগ যখনই ক্ষমতায় আসে তখনই গণতন্ত্র হত্যা করে। পত্রিকার গলা টিপে দিলেন, মানুষের বাক স্বাধীনতা ধ্বংশ করে দিলেন, মানুষ যখন কথা বলে তখন রক্ষী বাহিনী জন্ম দিলেন। দেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে দেশের মানুষ যখন নের্তৃত্বহীনতায় ছিল সেই সময়ে চট্রগাম কালুরঘাট থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দেন। ফলে দেশের মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহনে সাহস যুগিয়েছিল। আওয়ামীলীগ দেশের হাজার-হাজার কোটি টাকা পাচার করেছে। বৃহস্পতিবার দুপুরে রংপুরের পীরগঞ্জে উপজেলা বিএনপি আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়ে জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। সাবেক এই মন্ত্রী বলেন, আ’লীগের যখন পতন আসে তখন শোচনীয় ভাবে পতন হয়। ৭৫ সালে যখন পতন হয়েছিল তখন জানাযা পড়ার মত লোক ছিলনা। বিগত ১৫ বছরের আ’লীগের শোচনীয় পতন হয়। এখন সময় হয়েছে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার। আ’লীগ যে গণতন্ত্র ধ্বংশ করেছে তা পুণঃরুদ্ধার করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহীনুজ্জামান শাহীনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি’র আহ্বায়াক সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, দেশে আর একটি বিপ্লব হবে তারেক রহমানের নের্তৃত্বে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক গেলাম রব্বানী, সদস্য সচিব মোতাহারুল হক নিক্সন পাইকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউপি সদস্য মনোয়ার হোসেন মনু, শ্রমিক দলের আহ্বায়াক মিজানুর রহমান স্বাধীন, ছাত্রদলের আহ্বায়াক মোস্তাফিজার রহমান মিলু প্রমূখ। সমাবেশ শেষে ১০ সহস্রাধিক নেতার-কর্মীর অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।