আ: রশিদ তালুকদার, টাঙ্গাইল প্রতিনিধি: ক্যাবল টিভি অর্থাৎ ডিস লাইনের বিল তোলার কর্মচারী ফজলু মল্লিক আওয়ামী লীগ সরকারের পুরো সময়ে নানা অনিয়ম-দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ঠিকাদারী লাইসেন্সে নামকাওয়াস্তে কাজ দেখিয়ে শতকোটি টাকা অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের তদন্ত চেয়ে তার বিরুদ্ধে গত ২৯ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে অভিযোগ করা হয়েছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার তানভীর, মোমেন সরকার ও টাঙ্গাইল শহরের সোনিয়া আক্তারসহ পাঁচজন ওই লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগে প্রকাশ, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের ফয়েজ ওরফে ফায়েজ মল্লিকের ছেলে ফজলু মল্লিক ১/১১-এর সময় ডিস লাইনের বিল তোলার কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হলে তিনি ‘আলাদিনের চেরাগ’ পেয়ে যান। আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিনি ব্যবসায়ীক নানা সুযোগ খুঁজতে থাকেন এবং পেয়েও যান। এক পর্যায়ে তার মামাতো ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম রফিককে উপজেলার অলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করান এবং নানা পলিসি করে নির্বাচিত করেন। মামাতো ভাইয়ের সূত্র ধরে স্থানীয় সংসদ সদস্য (সাবেক) তানভীর হাসান ছোট মনির ঘনিষ্ঠজনে পরিণত হন। এরপর তিনি কৌশলগত কারণে মামাতো ভাই রফিকুল ইসলাম রফিককে দিয়ে বালু মহল চালানো এবং নানা রকম ভুয়া প্রকল্প তৈরি ও কাজ পেয়ে প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাতের প্রয়াস পান। ওই সময় তিনি বিভিন্ন ব্যক্তির লাইসেন্সে কাজ নিয়ে নিজেই করেন। এছাড়া বিভিন্ন ব্যবসার পাশাপাশি অবৈধ ব্যবসা চালিয়ে প্রচুর অর্থ-সম্পদের মালিক বনে যান।
খোঁজ নিয়ে জানা যায়, অনৈতিকভাবে উপার্জিত অর্থের ভাগভাটোয়ারা নিয়ে ইতোপূর্বে সাবেক এমপি ছোট মনির সঙ্গে ফজলু মল্লিকের মনোমালিন্য দেখা দেয়। পরে স্বার্থ সংশ্লিষ্ট থাকায় তা নিজেদের মধ্যে সমবঝোতা করে নেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলায় অভিযুক্ত টাঙ্গাইলের সাবেক এমপি তানভীর হাসান ছোট মনিরসহ পাঁচ আওয়ামী লীগ নেতার সঙ্গে ফজলু মল্লিকও অভিযুক্ত।
তথ্যানুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে ফজলু মল্লিক রাষ্ট্রের উন্নয়ন কাজের নামে অন্যের ঠিকাদারী লাইসেন্স ব্যবহার করে কাজফাঁকি দিয়ে অনিয়মের মাধ্যমে অর্জিত শতকোটি টাকার মধ্য থেকে ভূঞাপুর উপজেলা শহরে ৬তলা অত্যাধুনিক ভবন নির্মাণ করেন। ওই টাকায় ভূঞাপুরে গ্যারেজ তৈরি করে ৮০টি ভেকু মেশিন (খননযন্ত্র), ভূঞাপুরে ৯টি জমির প্লট, টাঙ্গাইলে ৪টি প্লট, ঢাকায় ২টি প্লট, টাঙ্গাইলের আদালত পাড়ায় একটি ফ্ল্যাট কিনেন। ঢাকার বনানীতে ২২ স্কয়ার ফুটের একটি ফ্ল্যাট কিনেন। ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের ঝোলাপাড়া খালের কাছে অবস্থিত এমএসটি নামক একটি ইটভাটা ক্রয় করেন। যা পরিবেশের অনুমোদনবিহীন। ভূঞাপুর উপজেলার কাগমারী-শিয়ালকোল মৌজার শিয়ালকোল বট তলার দক্ষিণপূর্বের পাকা রাস্তা সংলগ্ন স্থানে তিনি ও তার স্ত্রী আফরোজা মল্লিকের নামে ১৪ শতাংশ ভূমি ক্রয় করেন। সেখানে ভেকু মেশিনের (খননযন্ত্র) গ্যারেজ তৈরি করেন। এছাড়া চট্টগ্রামেও তার একটি ভেকুর গ্যারেজ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ক্ষমতার প্রভাব দেখিয়ে ফজলু মল্লিক আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে ভূঞাপুরের ক্যাবল টিভি অর্থাৎ ডিস লাইনের ব্যবসা নিজের দখলে নেন। ওই ডিস লাইনের অফিসের দায়িত্বে রয়েছেন তার ভাই কাইয়ুম মল্লিক। কৌশলগত কারণে তার ভাই ফরহাদ মল্লিককে ১০ কোটি টাকা দিয়েছেন। ওই টাকায় তিনি ভূঞাপুর বাজারে মনোহরী ব্যবসা পরিচালনা করছেন। ফজলু মল্লিকের নামে ও তার স্ত্রীর নামে বিভিন্ন স্থানে অনেক অবৈধ সম্পদ রয়েছে। প্রায় ২০ কোটি টাকা তার নিকটাত্মীয়দের নামে বিভিন্ন ব্যাংক একাউণ্টে জমা রেখেছেন।
এ বিষয়ে ফজলু মল্লিকের সঙ্গে কথা হলে তিনি জানান, কে বা কারা এসব অভিযোগ করে অথবা করেছে কি-না তাও তিনি জানেন না। তিনি পেশায় মূলত ব্যবসায়ী। ব্যবসার প্রয়োজনে অনেকের সঙ্গেই সম্পর্ক আছে। সে সূত্রেই রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার বিষয়টি তিনি পত্রিকা মারফত জানতে পেরেছেন। তিনি আরও জানান, আসলে তিনি কোন রাজনৈতিক নেতা নন-নেতাদের সঙ্গে সুসম্পর্কের কারণে নানাজন নানা কথা বলছে। শুধু আওয়ামী লীগ নয়-বিএনপি বা অন্য দলের নেতাদের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে বলে জানান।
দুদকের প্রধান কার্যালয়ে দাখিলকৃত অভিযোগকারীদের মধ্যে টাঙ্গাইল শহরের সোনিয়া আক্তারের সঙ্গে কথা হলে তিনি জানান, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের একজন ক্ষুদ্র সৈনিক। ফজলু মল্লিক আওয়ামী লীগের দু:শাসনের সময় দলের প্রভাব খাটিয়ে নানাভাবে অর্থ-সম্পদের মালিক হয়েছেন। তিনি আওয়ামী লীগের একজন ‘ডোনার’। তার টাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পৈশাচিকতা চালিয়েছে। তিনি নিজেও আওয়ামী লীগের সাবেক এমপি ছোট মনিরের সঙ্গে আন্দোলন দমাতে রাজধানীর উত্তরায় মাইক্রোস নিয়ে গিয়েছিলেন। তিনি জানান, ফজলু মল্লিক একজন ক্ষমতা ও অর্থলোভী লোক। অবৈধ পন্থায় তিনি শতকোটি টাকা আয় করেছেন। মাত্র ১৫-১৬ বছরে কীভাবে একজন কর্মচারী থেকে শতকোটি টাকার মালিক বনে গেলেন- তিনি তা জানতে চান এবং ফজলু মল্লিকের দৃষ্টান্তমূলক শাস্তি চান