Sun. Nov 24th, 2024

দেবীগঞ্জে কৃষি প্রানোদনার আওতায় কৃষককে কৃষি উপকরন সামগ্রী প্রদান 

একেএম বজলুর রহমান পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্ষুদ্র  ও মাঝারি প্রান্তিক চাষীদের ফসল উৎপাদন কৃষি প্রানোদনা কর্মসূচির আওতায় ফসল বৃদ্ধির লক্ষ্যে  ৭ হাজার ৭শ জন কৃষককে কৃষি  প্রানোদনার বীজ, ডিএপি ও এমওপি সার দেয়া হয়েছে।
১১ নভেম্বর সোমবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রানোদনার এসব সামগ্রী প্রদান করা হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুরাব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রানোদনা সামগ্রী প্রদানের উদ্বোধন করেন।
প্রানোদনা প্রদান অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ এতে সভাপতিত্ব করেন। এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত আরা, উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মন,
কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু সাঈদ উপস্থিত ছিলেন।
২০২৪-২৫ অর্থ বছরে রবি প্রানোদনকর আওতায় এসব সামগ্রী দেয়া হয়েছে।
এর মধ্যে সরিষার ৪ হাজার কৃষককে ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার।
গমের ৬শ কৃষককে ২০ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার।
ভুট্টার ১ হাজার ৬শ কৃষককে ২ কেজি করে বীজ ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার।
চিনা বাদামের ১ হাজার ৪শ কৃষককে ১০ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
শীত কালীন সবজি পেঁয়াজের ১শ জন কৃষককে ১ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি সার দেয়া হয়েছে।

Related Post

Leave a Reply