ঠাকুরগাঁও প্রতিনিধি:- জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের সংখ্যানুপতিক হারে নির্বাচনের প্রস্তাব নাকচ করে দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক হারে নির্বাচন অসম্ভব৷
সকালে ঠাকুরগাঁও নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি৷
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের কাজ জনগণ কি চায় সেটা জানা৷ জনগণ এই মুহুর্তে সকলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ নির্বাচন চায়৷ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত সংস্কার প্রয়োজন সেটাও করা দরকার৷ যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করতে হবে৷ নির্বাচনের রোডম্যাপ সরকারকে দিতে হবে। অর্থনৈতিক দিকটাও সরকারকে গুরুত্ব দিতে হবে৷
বাংলাদেশের অর্জনকে ধ্বংস করে দেওয়ার সুনির্দিষ্ট কিছু ব্যক্তি চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আমাদের মাথার উপরে সবচেয়ে বড় বিপদ আছে৷ ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি ভারতে অবস্থান করছে৷ ভারত আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের মুখোমুখি হব৷
এর আগে জেলা বিএনপি কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন তিনি৷
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।