ঢাকাWednesday , 13 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে প্রশাসনের উপস্থিতিতে ৫০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু

Mahamudul Hasan Babu
November 13, 2024 8:25 am
Link Copied!

একেএম বজলুর রহমান পঞ্চগড় প্রতিনিধি দেবীগঞ্জ উপজেলার দুটি কোল্ড ষ্টোরেজে ৫০ টাকা কেজি দরে আলু বীজ বিক্রি শুরু করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও দেবীগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তুরাব হোসেন ও দেবীগঞ্জ সেনা ক্যাম্প কমাণ্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন উপস্থিত থেকে আলু বীজ বিক্রি শুরু করেন।
কৃষকদের নিকট বেশি দামে আলু বীজ বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ পেয়ে ১১ নভেম্বর সোমবার সকালে এস.বি কোল্ড স্টোরেজে যান
এসময় তারা বেশি দামে আলু বিক্রির সত্যতা পান।
এইসময় কোল্ড স্টোরেজ এর কর্তৃপক্ষ কোল্ড ষ্টোরেজে আলু রাখা মজুদকারীদের সাথে কথা বলে তাদেরকে দ্রুত এসবি কোল্ড ষ্টোরেজে আসতে বলেন।
পরে তারা দ্রুত বীজ আলু ষ্টোরেজের ভিতর থেকে বের করে আনার নির্দেশ দেন। পরে ভিতর থেকে বিপুল পরিমাণ আলু বের করে আনা হয়। পরে সেখানে প্রশাসন ও সেনা বাহিনীর সদস্যদের উপস্থিততেতে অতিরিক্ত আলু প্রশাসনের বেঁধে দেওয়া দামে বিক্রি শুরু করা হয়।
সোমবার সকালে ৫ ব্যবসায়ী কৃষক ২১০ বস্তা আলু বীজ ৫০ টাকা কেজি বিক্রি করেন।
কোল্ড ষ্টোরেজে রাখা আলু চাষী ও ব্যবসায়ীরা জানান, আলুর উৎপাদন, পরিবহণ ও সংরক্ষণসহ মোট খরচ হয় ৩৬ টাকা। ব্যয়ের সাথে ১৪ লাভসহ আলুর দাম নির্ধারন করা হয় ৫০ টাকা। এ মূল্যের বাইরে কেউ বেশি দামে আলু বিক্রি করলে তার মালিক পক্ষের বিরুদ্ধে ব্যবন্থা করা হবে।
মজুদকারীদের সাথে কথা বলে আলু চাষের জমির পরিমাণ ও আলু মজুদের পরিমাণ নিরুপণ করে সর্বোচ্চ ৫ বস্তা করে আলু বীজ দেযা হয়।
যদি কোন কৃষক বা ব্যবসায়ী তাদের সিদ্ধান্তের বাইরে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে আলু বিক্রি না বা বেশি দামে বিক্রি করে তাহলে তাদের আলু জব্দ করে বিক্রি করা হবে। এই সিদ্ধান্ত দেবীগঞ্জের তিনটি কোল্ড স্টোরেজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পর্যায়ক্রমে জেলার সব কটি কোল্ড ষ্টোরেজে অভিযান পরিচালনা
 যারা অমান্য করবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য সম্প্রতি দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে আলুর উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ ব্যয় হিসেব করে দেখা যায় প্রতি কেজি আলুতে খরচ হয়েছে ৩৫-৩৬ টাকা। অথচ তা গত কয়েক দিনে বাজারে ৭০ টাকা করে বিক্রি হচ্ছে খুচরা বাজারে।