ঢাকাTuesday , 19 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জেলা প্রশাসকের প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ ডিসি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে 

Mahamudul Hasan Babu
November 19, 2024 4:52 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের সদর উপজেলায় জেলা প্রশাসকের প্রভাব খাটিয়ে জমি দখল, হামলা, ভাংচুর, লুটপাট, বাড়িতে অগ্নিসংযোগ ও জমির ধান কেটে নেয়ার অভিযোগ উঠেছে ডিসি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারের আয়োজনে উপজেলার মিঠাপুকুর এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভূক্তভোগী পরিবারের সদস্য শাহজাহান আলী।
সংবাদ সম্মেলন তিনি আরো জানান, ১৯৮৮ সালে স্থানীয় হালিমা খাতুন ৩২ শত জমি কেনেন মরিয়ম নেছার কাছে। এরই মধ্যে ৮ শতক জমি নিজদের দাবি করে গত ১৬ নভেম্বর (শনিবার) দুপুরে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে জমি দখলে নেয় পঞ্চগড় ডিসি অফিসের দুই কর্মচারী আইনুল ও জয়নাল। এসময় তারা ভূক্তভোগী পরিবারে হামলা করে পরিবারের সদস্যদের মারধর, বাড়ির বিভিন্ন মালামাল লুটপাট, অগ্নিসংযোগ সহ জমির ধান কেটে নিয়ে যান। এ নিয়ে জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের কাছে অভিযোগ করেও প্রতিকার মেলেনি। তবে দোষীদের দ্রুতই আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি ভূক্তভোগী পরিবারের।
সংবাদ সম্মেলন ভূক্তভোগী পরিবারের সদস্যরা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তবে বিষয়টি অস্বীকার করে জয়নাল বলেন, কাগজ থাকলে কি কেউ জমি দখল করতে পারে। তার সমস্ত অভিযোগ মিথ্যা মিথ্যা। আমি কারো কোন প্রভাব খাটাইনি।