এম এ শাহীন, রংপুর: বিভাগীয় লেখক পরিষদ, রংপুর এর নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী মো. জুননুনকে সভাপতি ও লেখক, সংবাদকর্মী জাকির আহমদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে এক অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য শিক্ষাবিদ ও লেখক প্রফেসর ড. এ. আই. এম. মুসা।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এস এম সাথী বেগম, সহ-সভাপতি রশীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আলম অপু, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক দীপক সরকার তপু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোকাদ্দেস-এ-রাব্বী, অর্থ বিষয়ক সম্পাদক লায়লা শিরিনা, প্রচার সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, সহ-প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুবাশ্বির দুহা, সহ-তথ্য প্রযুক্তি সম্পাদক মুঈদ-উল-ইসলাম, দপ্তর সম্পাদক সরকার বাবলু, আন্তর্জাতিক ও বহির্যোগাযোগ সম্পাদক লিপিকা লিপি, সমাজকল্যাণ সম্পাদক আদিল ফকির, গ্রন্থাগার সম্পাদক সোমের কৌমুদী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হৃদয় জেজে, স্বাস্থ্যসেবা বিষয়ক সম্পাদক নুর-ই-হাসিন দিশা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মুসাফা আক্তার বানু, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত খানম উপমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সিদ্দিকী, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা জামান বিমান, ইতিহাস গবেষণা সম্পাদক এম এ শোয়েব দুলাল, ধর্ম বিষয়ক সম্পাদক নুর উন নবী, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মেরাজুল ইসলাম কায়রো, পাঠচক্র সমন্বয়ক মোহিত মিঠু, কিশোরবন্ধু সমন্বয়ক ময়না মনি, কার্যকরী সদস্য সানজিদা নাজনীন লুনা, এম. মাহেদুল হক, জিয়াউল আলম ফারুকী, আহমেদ অরণ্য, এস এম কামরুজ্জামান বাদশা, উম্মে সালমা এবং সুমাইতা সুয়াদী।
নতুন কমিটির সদস্যরা আগামী ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এর আগে গত অক্টোবর-নভেম্বর মাসে রংপুর বিভাগের ৮ জেলায় সংগঠনের জেলা কমিটিগুলোও পূর্নগঠন করা হয়।