Sun. Nov 24th, 2024

মেহেরপুরে গোপন বৈঠকে পুলিশের অভিযান : নারীসহ ৬জন আটক

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের মুজিবনগরে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের গোপন বৈঠকে অভিযান চালিয়ে নারীসহ ৬জনকে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন,জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ডেভিট দফাদারের স্ত্রী স্বপ্না মন্ডল (৪৭), একই গ্রামের জোসেফ মন্ডলের ছেলে সুদীপ মন্ডল (৩৩),আনন্দবাস গ্রামের শওকত মোড়লের ছেলে মেহেদী হাসান (২২), ফকির মহাম্মদের ছেলে আব্দুল আজিজ (৪৬),ইনামুল হকের স্ত্রী লাল ভানু (৪৫) ও মানিকনগর গ্রামের গিয়াস উদ্দীনের স্ত্রী আসমা খাতুন (৩২)।
আজ রোববার দুপুরে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দিবাগত সন্ধ্যার দিকে মুজিবনগর থানার এস আই মেজবাহুর রহমানের নেতৃত্বে পুলিশের একটিদল মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের ডেভিড দফাদারের বাড়ির সামনে থেকে তাদেরকে আটক করে।

মুজিবনগর থানা সূত্রে জানা যায়, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে একযোগে সারাদেশের ন্যায় মুজিবনগর থানা এলাকার মধ্যে ১৫০০ থেকে ২০০০ সাধারণ মানুষকে সুদ মুক্ত ঋণ দেওয়ার কথা বলে প্রলোভনের মাধ্যমে আগামী ২৫শে নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনের নামে জমায়েত হওয়ার আহ্বান করে আটককৃত আসামীরা।
‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ সংগঠনের নাম ব্যবহার করে ছদ্মবেশের মাধ্যমে চলমান দেশের শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে অশান্ত করার জন্য মুজিবনগর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড করার লক্ষ্যে ভবরপাড়া গ্রামের ডেভিট দফাদারের বাড়ির সামনে পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটিদল সেখানে অভিযান চালায়। অভিযানে ৬জনকে আটক করা হয়।

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান,আসামীরা বাংলাদেশ আওয়ামী লীগ দলের সক্রিয় সদস্য হিসেবে নাশকতার লক্ষ্যে একত্রিত হয়ে বৈঠক করছিল। তাদের স্পেশাল পাওয়ার ১৯৭৪ ধারায় আটক করা হয়েছে। আসামীদের আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠনো হয়েছে।

Related Post

Leave a Reply