Mon. Nov 25th, 2024

দেবীগঞ্জর সন্তোষ সুস্থ হয়ে গাড়িতে উঠে লাশ হয়ে ফিরলেন বাড়িতে

একেএম বজলুর রহমান, পঞ্চগড় সন্তোষ রায় নামের এক যুবক সুস্থ হয়ে ঢাকার নবীনগর কাউন্টার থেকে গাড়িতে উঠেন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য। দেবীগঞ্জ স্পেশাল গাড়িতে উঠেন ২৪ নভেম্বর রাতে। গাড়িটি ২৫ নভেম্বর সকালে এসে দেবীগঞ্জ পৌছান।
নৈশ কোচটি সকালে দেবীগঞ্জ এসে পৌছলে সব যাত্রী নেমে যান। তার সাথে সন্তোষ রায় নামের ওই ব্যক্তিও নামেন। গাড়ি হতে নেমে তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে সে পরিত্যক্ত একটি ঘরের মেঝেতে শুয়ে পড়েন। পরে স্থানীয়রা দেখেন যে, ওই ব্যক্তি শীতে কাঁপতেছেন। পরে এক পরিবহন শ্রমিক তাকে একটি কম্বল দিয়ে ঢেকে দেন। তার কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে মারা যান।
সন্তোষ রায়ের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের বানিয়াপাড়ার তিনপুল এলাকায়। তার বাবার নাম সুশীল চন্দ্র রায়।
তার পরিবারের সদস্যরা জানান, সন্তোষ রায়ের দীর্ঘদিন ধরে হাপানী রোগ ছিল।
জানা যায়, সন্তোষ রায় গত কয়েকদিন ধরে ঢাকার নবীনগরের বাস ষ্টান্ডে বাড়ি আসার জন্য ঘুরাফেরা করছিল। কিন্তু টাকার জন্য সে বাড়িতে আসতে পারেনি। পরে দেবীগঞ্জ স্পেশালের নৈশকোচটি তাকে বিনা ভাড়ায় দেবীগঞ্জ নিয়ে আসে।
সন্তোষ রায় ঢাকার নবীনগরে বিভিন্ন ধরনের যানবাহন চালাতো। সে দীর্ঘদিন ধরেই গাড়ি চালানোর পেশায় জড়িত ছিল।
দেবীগঞ্জ উপজেলা সদরের পৌর এলাকার ঢাকাগামী কোচ স্ট্যান্ড হতে সন্তোষ নামের ওই যুবকের লাশ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
সকালে ঢাকাগামী কোচ ষ্টান্ড হতে স্থানীয় লোকজন থানায় খবর দিলে সোমবার (২৫ নভেম্বর) সকালে দেবীগঞ্জ কোচ স্ট্যান্ডে পরিতক্ত এক কাউন্টার হতে সন্তোষ রায় নামের ওই যুবকের লাশ থানা পুলিশ উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় কাউন্টার মাস্টার এবং গাড়ি ধোলাই ব্যক্তিরা জানান, দিবাগত রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দেবীগঞ্জ স্পেশাল পরিবহনে করে এসেছেন ওই যুবক। কোচটি দেবীগঞ্জ স্ট্যান্ডে এসে থামলে বেশ কয়েকজন যাত্রী নেমে যার যার মত চলে যান। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই একজন ব্যক্তি পরিতক্ত কাউন্টারে মেঝেতে পড়ে আছে। তাৎক্ষণিক ভাবে আমরা দেবীগঞ্জ থানা পুলিশকে খবর দেই।
এ ঘটনায় দেবীগঞ্জ সার্কেলের (বোদা, দেবীগঞ্জ) সহকারী পুলিশ সুপার রুনা লায়লা ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে পরিদর্শনে যান।
দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জ্যোতিষ্ময় রায় জানান, সন্তোষ রায়কে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়৷
দেবীগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবির জানান, সন্তোষ রায় নামের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় থানা পুলিশের সদস্য ও যৌথ বাহিনীর সদস্যরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে তার মৃত্যুর কারন জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)
সোয়েল রানা সন্তোষ রায় নামের ওই ব্যক্তির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্তোষ রায়ের লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের পর তার মৃত্যুর কারন জানা যাবে। যদি পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Related Post

Leave a Reply