আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা শহীদ মিনার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধানখােলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধানখােলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষকদল নেতা আখেরুজ্জামান।এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক গােলাম কাউছার প্রমুখ।
বক্তারা বলেন,আওয়ামী লীগ সরকারের পাতানাে নির্বাচনে আব্দুর রাজ্জাককে চেয়ারম্যান নির্বাচন করা হয়েছিল। যা অবৈধ। আব্দুর রাজ্জাক চেয়ারম্যান থাকাকালীন লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন। তাই তাকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                