ঢাকাFriday , 29 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দেবীগঞ্জে ইদুর নিধন অভিযানের উদ্ধোধনী অনুষ্ঠান

Mahamudul Hasan Babu
November 29, 2024 3:41 am
Link Copied!

একেএম বজলুর রহমান, পঞ্চগড় জাতীয় ইদুর নিধন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হলরুমে এ উদ্ধোধনী অনুষ্ঠান হয়।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
এসময় দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু সাঈদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত আরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইদুর একটি জাতীয় সমস্যা। বর্তমানে ইদুর মারার বিভিন্ন স্প্রে পাওয়া যায়। কৃষকদের আবাদের বিভিন্ন ফসলের ক্ষতি করে যাচ্ছে ইদুর। ফসলের চারপাশে ইদুর নিধন করার স্প্রে করলে ইদুর নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের ফসল রক্ষা করার জন্য ইদুরকে নির্মুল করতে হবে। ইদুরের গর্তে এসব ঔষধ প্রয়োগ করলেই ইদুর কে নিয়ন্ত্রণ করা সম্ভব।