পঞ্চগড় প্রতিনিধি: ” শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্পের” আওতায় পরিবহন শ্রমিক ও চালকদের নিয়ে শব্দ সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমুলক প্রকল্পের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলুর সভাপতিত্বে কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে কর্মশালার মুল প্রবন্ধ উপস্থাপন করেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নিশাত আনজুম মারফি, পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবদুল হালিম, বাস পরিবহন নেতা খায়রুল ইসলাম, ট্রাক পরিবহন নেতা আব্বাস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জেলার পরিবহন শ্রমিক ও চালকদের বিভিন্ন সংগঠনের নেতা ও সদস্য, পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষনার্থিরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, প্রতিনিয়তই সড়ক মহাসড়কে
অপ্রয়োজনীয়ভাবে হাইড্রলিক হর্ণ বাজানো হয়। অনেক বাস চালক যাত্রীর দৃষ্টি আকর্ষণে হর্ণ বাজান। কিন্তু অযথা হর্ন বাজানোর কারণে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পায়। বিদ্যালয় ও হাসপাতালের মত গুরুত্বপূর্ণ স্থানে অকারণে হর্ণ বাজানো হয়। প্রয়োজন ছাড়া হর্ণ বাজানো যাবেনা। সর্তকতার সাথে মহাসড়কে চলাচল করতে হবে। সড়কে এলেমেলো গাড়ি দাড় করিয়ে রাখাও হর্ণ বাজানোর অন্যতম কারণ। আমাদের সকলকে সচেতন হতে হবে। আমার কারণে যাতে অন্য কারো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।