আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: “চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই শ্লোগান কে সামনে রেখে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর ও পরার্থ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ধূমপান ও মাদকের কুফল পরিণতি, বেঁচে থাকার উপায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই আলোচনা সব অনুষ্ঠিত হয়। সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মিজানুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম , চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক সুলাইমান হোসেন, পরার্থের জেলা প্রতিনিধি রাহিদুজ্জামান প্রমূখ। বক্তারা বলেন, প্রসাশনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ধূমপান ও মাদক বন্ধের জন্য এগিয়ে আসতে হবে। এজন্য আমাদের প্রয়োজন সামাজিক সচেতনা। তাহলেই আমরা আগামী প্রজন্মকে মাদকমুক্ত, দেশপ্রেমিক, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারবো।