এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা’র আয়োজনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে বিরল পৌর-শহরের শংকরপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রশিদের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার ওলামা ও তা’লিমুল কোরআন বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ একেএম আফজালুল আনাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার ট্রেড বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বিরল উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি নুর মোহাম্মদ, জেলা ইউনিটের সদস্য মাওলানা মতিউর রহমান’সহ স্থানীয় নেতৃবৃন্দ।