এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।দিনাজপুরে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট ৬১৫ পিচ কম্বল প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, আশা’র দিনাজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মোঃ মিজানুর রহমান কম্বল গুলো জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম এর নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন আশা’র সিনিয়র এডিশনার ডিভিশনাল ম্যানেজার মোঃ মামুনুর রশীদ, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার প্রকাশ চন্দ্র বর্মন, রুহুল আমিন, সিনিয়র ডিষ্ট্রিক ম্যানেজার দিনাজপুর (সদর) জেলা মোঃ রুহুল সারোয়ার খান, সিনিয়র রিজিওনাল ম্যানেজার হোসেন আলী, গোলাম রব্বানী, ইউসুফ আলী, সাহাদত হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার মোছা: সেফালী আক্তার, মো: কামরুজ্জামান, মো: সাইফুর রহমান, মো: আহসান কবির, এবিএম মো: আকরাম হোসেন, মোহারম মন্ডল, শিক্ষা অফিসার মো: মতিউর রহমান ও এস ই মো: মোবারক আলী সহ অন্যান্য কর্মকর্তা কর্মীগণ।
বেসরকারী এনজিও সংস্থা আশা প্রতিবছর অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।