ঢাকাSunday , 1 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির ৪ দিনেও পরিচয় মিলেনি।

Mahamudul Hasan Babu
December 1, 2024 12:04 pm
Link Copied!

এম, এ কুদ্দুস ,বিরল(দিনাজপুর)প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ব্যক্তির ৪ দিনেও পরিচয় মিলেনি। মেডিকেল কলেজের মর্গে এখনো পড়ে রয়েছে তার লাশ।
বিরল থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, গত ২৯ (নভেম্বর) শুক্রবার দুপুর আনুমানিক দেড়টার সময় দিনাজপুর হতে বিরলে আসার পথে উপজেলার বিজোড়া ইউনিয়নের মুরাদপুর বেকাহার দালাল পাড়া হতে ১০ গজ পশ্চিমে মেইন সড়কে সিএনজি,ও ব্যাটারী চালিত অটোরিকশার সাথে সংঘর্ষে সিএনজি’র এক অজ্ঞাত পুরুষ  যাত্রী (৫৫)  গুরুতর আহত হয়।
স্থানীয়রা সাথে সাথে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর ব্যাটারী চালিত অটোরিকশাসহ চালক পালিয়ে গেলেও সিএনজি সহ চালককে পুলিশ আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সদর ইউপির রবিপুর সরকারপাড়া গ্রামের মোশারফ হোসেন এর ছেলে সি,এন,জি চালক সুজন সরকার (২৭) কে আসামি করে বিরল থানার  মামলা নং-০৪ দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুলতান মাহমুদ  জানান, দূর্ঘটনা কবলিত ১টি সিএনজি জব্দ করা হয়েছে  এবং চালককে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার চারদিনেও নিহত ব্যক্তির পরিচয় না পাওয়ায় মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরিচয় সনাক্তের জন্য সকল আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।