আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রতিনিধিঃমেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে সজিব হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সজিব হোসেন গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম তে^তুলবাড়ীয়া বর্ডার পাড়া (মোল্লা পাড়া) গ্রামের ফুলবাস মন্ডলের ছেলে ।সে তেঁতুলবাড়ীয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেঁতুলবাড়ীয়া ধলার মাঠের সড়কে একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,উপজেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে ধলা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল।
। পথিমধ্যে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর শুনে পুলিশের একটিদল নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।