ঠাকুরগাঁও প্রতিনিধি: ১৯৭১ সালের ৩ ডিসেম্বরে পাকিস্তানি সৈন্যদের কবল থেকে মুক্ত হয়েছিল ঠাকুরগাঁও। তাই তখন থেকে প্রতিবছর ৩ ডিসেম্বরে পালিত হয় ঠাকুরগাঁও পাকিস্তান হানাদার মুক্ত দিবস। এবারও বর্ণ্যাঢ আয়োজনে ও যথাযথ মর্যাদয় দিবসটি উদযাপনে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে অবস্থিত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসান, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উদীচী শিল্পীগোষ্ঠী।
শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তাদের আত্মার মাগফেরাত ও দেশ এবং জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।
পরে দিবসটি উপলক্ষে ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মির্জা রুহুল আমিন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক ইসরাত ফারজানা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী এবং বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা।
অপরদিকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের আয়োজনে ও সেতারা বেগমের সভাপতিত্বে ‘মুক্তিযুদ্ধের চেতনা, হবেনা তো নিঃশেষ সাম্য-ন্যায় ও মানবিক মর্যাদায় ফিরে এসো বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে যান্ত্রিক মুক্তি শোভাযাত্রা করেছে। শোভাযাত্রাটি জেলা কার্যাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষে হয়। শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের তালে তালে দেশাত্মবোধক ও স্বাধীনতার গান এবং কবিতা আবৃত্তি করা হয়।