ঠাকুরগাঁও প্রতিনিধি: গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে ঘৌড় দৌড়ে আগ্রহী করে তুলতে ঠাকুরগাঁওয়ে ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে জেলার সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি পূর্ব শাখার আয়োজনে ফাড়াবাড়ি এতিমখানা মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়৷ খেলা দেখতে আশপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে
কয়েক হাজার দর্শনার্থী ভীড় জমান৷
খেলায় এ,বি,সি নামে তিনটি গ্রুপে ৪০ জন প্রতিযোগি অংশ গ্রহণ করেন৷ ‘এ’  ও ‘বি’ গ্রুপ ফাইনালে অংশগ্রহণ করলে ‘বি’ গ্রুপের হর্সপাওয়ার চাম্পিয়ন হয়৷ খেলায় পঞ্চগড়, দিনাজপুর, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলার প্রতিযোগিতারা অংশগ্রহণ করেন৷
প্রতিযোগিতায় ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ৷ আরো বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সদর যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রায় এক যুগ পর ঘৌড় দৌড় প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। প্রতি বছরে এমন আয়োজনের দাবি তাদের৷ এমন আয়োজন গ্রামীন পরিবেশে এক বিশাল উৎসবের মতই।
ঘোড়া দৌড় দেখতে আসা জান্নাতুন বলেন, পরিবারের সবাই মিলে ঘোড়া দৌড় দেখতে এসেছি। অনেক বড় বড় ঘোড়া দেখলাম। খুবই ভালো লাগলো। এমন আয়োজন যেন প্রতিবছর হয়।
ওই এলাকার রফিকুল ইসলাম বলেন, এই আয়োজনে হাজার হাজার মানুষ হয়েছে। ঘোড়া দৌড় দেখতে পেরে সকলেই অনেক আনন্দিত। হারিয়ে যাওয়া এই খেলাগুলো যেন সবসময় আয়োজন করা হয়।
খেলার প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ বলেন, খেলাধুলা মানুষের মাঝে একটি বন্ধন সৃষ্টি করে। আয়োজনে অনেক মানুষের উপস্থিতি হয়েছে। হারিয়ে যাওয়া এসব খেলা সকলের উদ্যোগে টিকিয়ে রাখতে হবে। ঘোড়া দৌড় গ্রামীন একটি ঐতিহ্যবাহি খেলা।
                                                         
                                                     
                                                
                                                
                        
                        