ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত আমরা চাই একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে : ইউএনও ভুপালী সরকার

Mahamudul Hasan Babu
December 9, 2024 11:06 am
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলা মোড়ে মানববন্ধন শেষে উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভূপালী সরকার। এসময় তিনি বলেন, আমরা চাই একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। আর আমরা অন্যের কাছ থেকে সততা আশা করি কিন্তু আমরা নিজেরা কতটা সৎ সেটা কখনো চিন্তা করি না। ব্যক্তি যতক্ষণ না সচেতন হবে, ততক্ষণ আমরা প্রাতিষ্ঠানিক ভাবে যতই দুর্নীতি প্রতিরোধের কথা বলি না কেন, সেটা সফল হবে না।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুলর রহমান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাহামুদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ঝিকরগাছা জোনালের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য এম আর মাসুদ, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলার ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান প্রমূখ।