ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

Mahamudul Hasan Babu
December 9, 2024 11:14 am
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, আনসার ভিডিপি অফিসার মর্জিনা বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা আতোয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা পারভীন, ওয়ার্ল্ড ভিশন বিরল এপি’র প্রোগ্রাম অফিসার মি. প্রদীপ, মানব কল্যান পরিষদের অফিসার মোঃ ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুবা সুলতানা।
আলোচনা সভা শেষে ৩ জন জয়ীতাকে সংবর্ধনা প্রদান করা হয়। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তিনি হলেন মাধববাটি গ্রামের মোঃ খলিলুর রহমান এর স্ত্রী মোছাঃ আলিমা খাতুন, সফল জননী নারী ধর্মপুর কৈকুড়ী গ্রামের কাদরু হেমরম এর স্ত্রী মনিকা মরমু, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বহবহলদিঘী গ্রামের মাইকেল হাসদা এর স্ত্রী মাখদালিনা হেমরম।