ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ পালিত

Mahamudul Hasan Babu
December 9, 2024 11:48 am
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ ও উদযাপন উপলক্ষে ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ টি ক্যাটাগরীতে ঁজয়িতাদের সংবর্ধনা.মানববন্ধন ,আলোচনা সভা ও জেলা পর্যায়ে জয়িতাদের সম্বর্ধনা পুরস্কার ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইি স্থানে এসে শেষ হয়।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়।
আজ সোমবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় জেলা প্রশাসক ও জাতীয় মহিলা সংস্থার সভাপতি সিফাত মেহনাজ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক শারমীন শাপলাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ।
আলোচনা সভার শুরুতেই দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গাংনী জেলা মহিলা বিষয়কঅধিদপ্তরের উপ পরিচালক শারমীন শাপলা ।
পরে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায়’ জেলা পর্যায়ে ৫ ক্যাটাগরিতে ৫ জন জয়িতাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও সম্মননা পত্র প্রদান করা হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ নারীদের আগামী দিনে সফলকাম ও উন্নত জীবন গড়ার লক্ষ্যে পিছিয়ে পড়া নারীদের উৎসাহিত ও অনুপ্রেরণা দিতে নিজের জীবন বৃন্তান্ত ও সফলতার কাহিনী তুলে ধরেন।
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী হিসাবে মেহেরপুর বেড় পাড়া ৩ নং ওয়ার্ড এর আনারুল ইসলামের স্ত্রী কাজল রেখা । শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মুজিবনগর উপজেলার খানপুর গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে আওলিয়া খাতুন, সফল জননী নারী হিসাবে মুজিবনগরের মোনাখালী গ্রামের অমূল্য মোল্লার মেয়ে রাহাতন নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এমন নারী হিসাবে মুজিবনগর উপজেলার নাজিরা কোনার সামসের আলীর মেয়ে শামসুন্নাহার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এমন নারীদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়ীয়া গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী উম্মে হানী এবং উপজেলা পর্যায়ে অন্যান্যদের মধ্যে মেহেরপুর কেশবপাড়ার মৃত দুলাল দত্ত এর মেয়ে লিপিকা দে শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কে সম্মাননা ক্রেষ্ট ও সম্মননা পত্র প্রদান করা হয়।

একইভাবে গাংনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৪ ও উদযাপন উপলক্ষে ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি ’ শীর্ষক কার্যক্রমের আওতায় ৫ টি ক্যাটাগরীতে ঁজয়িতাদের সংবর্ধনা.মানববন্ধন ,আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে জয়িতাদের সম্বর্ধনা পুরস্কার ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন উপলক্ষে র‌্যালি কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়। আজ সোমবার সকাল ১১ টার সময় গাংনী পৌরসভার সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকত্র্া নাসিমা খাতুন এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা । গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আসাদুজ্জামান , গাংনী পৌর সভার সদস্য সচিব শামীম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম।
আলোচনা সভার শুরুতেই দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন ।
উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিতে হবে।নারী শিক্ষার কোন বিকল্প নেই।নারী অধিকার আদায়ে নারীদের আপন যোগ্যতার মাপকাঠিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
পরে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায়’ ৫ ক্যাটাগরিতে ৫ জন জয়িতাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও সম্মননা পত্র প্রদান করা হয়। অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী হিসাবে গোপালনগর গ্রামে খোরশেদ আলমের মেয়ে কাকলী খাতুন, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হাড়াভাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে আফরোজা আক্তার বানু, সফল জননী নারী হিসাবে চৌগাছা গ্রামের মৃত আব্দুল করিমের মেয়ে মাহফুজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন এমন নারী হিসাবে কাজীপুর নাজিমউদ্দীনের মেয়ে আক্তার বানু, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এমন নারীদের মধ্যে কাথুলী গ্রামের মৃত আব্দুল কাদেরের মেয়ে ভাবিরন নেছা কে সম্মাননা ক্রেষ্ট ও সম্মননা পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা-কর্মচারী,এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।