মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: “নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে নিয়ে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্টিত হয়। পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজার সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন ও যুব উন্নয়ন কর্মকর্তা জয়নুল হক প্রমুখ।
বক্তারা নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধের আহ্বান জানান।