ঢাকাMonday , 9 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে যথাযোগ্য মর্যাদায় রোকেয়া দিবস পালিত

Mahamudul Hasan Babu
December 9, 2024 2:54 pm
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ রংপুরে যথাযোগ্য মর্যাদায় রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। আজ সোমবার দুপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে বেগম রোকেয়ার জন্মভিটার স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশচন্দ্র বর্মন, রোকেয়া স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবিদ করিমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় বেগম রোকেয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া রোকেয়া দিবসকে ঘিরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রোকেয়া স্মৃতিকেন্দ্রের উদ্যোগে স্মৃতিকেন্দ্র অডিটরিয়ামে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে রোকেয়া দিবস উপলক্ষে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের উদ্যোগে মিছিল, সমাবেশ ও রোকেয়ার ভাস্কর্যে পুস্পার্ঘ্য অর্পন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রেসক্লাব চত্ত্বরে সংগঠনের জেলা সংগঠক আলো বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাসদ জেলা আহ্বায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য অ্যাড. কামরুন্নাহার খানম শিখা প্রমুখ।
উল্লেখ্য, ১৮৮০ সালে ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ্দ মুরাদপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রোকেয়া সাখাওয়াত হোসেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর ভারতের কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।