আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) , ঢাকা এর আয়োজনে এবং গাংনী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আবাসিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই এনআইএলজি থেকে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেশব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট সিফাত মেহনাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালি উপস্থিত থেকে দেশব্যাপী প্রশিক্ষণের সমাপনী ঘোষনা করেন, জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) , ঢাকা এর মহা পরিচালক ( গ্রেড-১) মো. আব্দুল কাইয়ূম।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাদ্দাম হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, মেহেরপুরের এনআইএলজি’র প্রকাশনা অফিসার আঃ জলিল মল্লিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (সাবেক) প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোত্তালিব হোসেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।
প্রধান অতিথি সিফাত মেহনাজ ভূয়শী প্রশংসা করে প্রশিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন পরিষদ গুলো হলো দেশের স্থানীয়ভাবে ছোট ছোট সরকার। তাই দেশের সার্বিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হলো ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার বিভাগের সমস্তরকম উন্নয়ন বাস্তবায়ন করা হয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে। মেহেরপুর জেলায় ৩ টি উপজেলার মধ্যে গাংনী উপজেলার ৪০ জন গ্রাম পুলিশদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার পরিচালনায় দক্ষ বেশ কয়েকজন কোর্স ম্যানেজমেন্ট এর নিবীড় তত্বাবধানে প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। স্থানীয় সরকারের জন প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান ও মেম্বরদের কাজে সহায়তা করে থাকেন গ্রাম পুলিশবৃন্দ। এক মাস আগের গ্রাম পুলিশ আর প্রশিক্ষণ শেষে আজকের গ্রাম পুলিশ এর মধ্যে তফাত অনেক। তাই গ্রাম পুলিশদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগ বুনিয়াদি প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা পরিষদের কার্যক্রম ও আপনাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবহিত করা হয়েছে। আপনারা গ্ররুত্ব সহকারে এই প্রশিক্ষণ গ্রহন করেছেন বলে আমি আশা রাখি।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ,গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনসুর রহমান, গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মামুনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, উপজেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন প্রমুখ। মাসব্যাপী প্রশিক্ষণে সমন্বয়কারি ও ফ্যাসিলেটেটর হিসেবে ছিলেন , পিআইও প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে সফলভাবে প্রশিক্ষণ করায় ৩ জনকে পুরস্কৃত করা হয়।