Fri. Dec 27th, 2024

মেহেরপুরে বিশ্ব পরিযায়ী পাখী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে বিশ্ব পরিযায়ী বা অতিথি পাখী দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভা কক্ষে ‘মেহেরপুর ফাউন্ডেশন’ এর আয়োজনে বিশ্ব পরিযায়ী পাখী দিবস পালন করা হয়।
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর শহর সমাজ সেবা অফিসার সোহেল মাহমুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুরের বিশিস্ট সমাজ সেবক , ক্রীড়াবিদ আনোয়ারুল হক কালু, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুব চান্দু প্রমুখ।
মেহেরপুর ফাউন্ডেশনের পরিচালক সম্্রাট এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক (ইত্তেফাক) আমিরুল ইসলাম অল্ডাম, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক হারুণ অর রশীদ. বাসস এর প্রতিনিধি দিলরুবা ইয়াসমিন, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি ইযাদুল মোমিন, বাংলা টিভির প্রতিনিধি আক্তারুজ্জামান , সাংবাদিক তোফায়েল হোসেন, এ সিদ্দিকী শাহীন, মাসুদ রানা, রুপক, মাসুদ রানাসহ জেলা প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।
মেহেরপুর ফাউন্ডেশনের পরিচালক সম্রাট আরও বলেন, পরিযায়ী পাখী সংরক্ষণে উতোমধ্যেই মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গ্রামে কমপক্ষে ১ হাজারের মত শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বক্তারা বলেন, পরিযায়ী পাখীর আবাসস্থলকে নিরাপদ রাখা, পাখিদের বিচরণস্থল সংরক্ষণ ও নিরাপত্তার গুরুত্ব দিতে হবে। আমাদের বাংলাদেশের বিভিন্ন হাওড়-বাওড়, খাল বিল , জলাশয়ে প্রতিবছর শীত মৌসুমে ইউরোপ , পশ্চিম এশিয়া , অষ্ট্রেলিয়া সাইবেরিয়াসহ নানা দেশ থেকে লক্ষ লক্ষ বিভিন্ন জাতের পাখী নাতিশীতোষ্ন দেশে উড়ে আসে। আমাদের উচিত পাখী গুলোর জন্য আবাসস্থল ও নিরাপত্তা দেয়া। পাখীদের জন্য কোন দেশ পৃথক নেই। গোটা পৃথিবীই তাদের আবাসস্থল, চারণ ভূমি। আমাদের দেশে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের লেক, বোটানীক্যাল গার্ডেনের লেকসহ দেশের বিভিন্ন পাওড় অঞ্চলে এসব অতিথি পাখীর বিচরণ দেখা যায়। আমরা যদি অঞ্চলভেদে বলি তাহলে মেহেরপুরের হরিরাম বিল, তেরঘরিয়া বিল, চাঁদবিল, নোনার বিল, দামুস বিল, ভৈরবনদেও অতিথি পাখীদের বিচরণ দেখা মেলে। পৃথিবীর জীববৈচিত্র রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। পাখীর খাদ্য হিসাবে পোকা মাকড় রক্ষা করতে হবে। কারন পোকা মাকড়ই হচ্ছে পাখীর জীবন।আমরা যেন পাখী শিকার না করি।জমির ফসলে আমরা যেন অপরিকল্পিতভাবে কীটনাশক ব্যবহার না করি। অযথায় যেন পাখী ধরে বাজারে বেচা কেনা না করি। কারন পাখী আমাদেও প্রকৃতির ভারসাম্য রক্ষা কওে থাকে।

Related Post

Leave a Reply