Sun. Dec 22nd, 2024

সিংড়ায় শহিদ বুদ্ধিজীবী দিবসে প্রশাসন ও ছাত্রদলের আলোচনা সভা

হারুন অর রশিদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলাম প্রভাত, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
অপরদিকে বেলা ১১ টায় সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের হলরুমে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা করেছে ছাত্রদল। সভায় কলেজ ছাত্রদলের আহবায়ক তুহিন আহমেদ জনির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু, কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুয়েল পারভেজ, সদস্য মেহেদী হাসান লেমন, হাসানুল হক প্রমূখ।

Related Post

Leave a Reply