Wed. Dec 18th, 2024

মেহেরপুরে একটি গরুর খামার থেকে বােমা সদৃশ্য ২টি বস্তু ও খামারীকে হুমকি সম্বলিত ১টি চিরকুট উদ্ধার

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের হিজলবাড়ীয়া গ্রামের একটি গরুর খামার থেকে বােমা সদৃশ্য ২টি বস্তু ও খামারীকে হুমকি সম্বলিত ১টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ সদস্যরা।

শনিবার হিজলবাড়ীয়া গ্রামের ইসারুল ইসলামের গরুর খামারের সামনে থেকে গাংনী থানা পুলিশ এসব বস্তুগুলাে উদ্ধার করে।

গরু খামারী ইসারুল ইসলাম জানান,আমার গরুর খামারের সামনে একটি ব্যাগের মধ্যে বোমা সদৃশ্য বস্তু দেখতে পান কয়েকজন ব্যক্তি। পরে খবর পেয়ে পুলিশ এসে সেগুলাে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Related Post

Leave a Reply