Thu. Dec 19th, 2024

পঞ্চগড়ে নানা আয়োজনে মহান বিজয় উদযাপিত

পঞ্চগড় প্রতিনিধি:যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের সামনে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটি শুরু হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী, পুলিশ সুপার মো.মিজানুর রহমান মুন্সি। পরে মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক,সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ জেলার বিভিন্ন সরকারী, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
এদিকে, সোমবার সকাল ১০টায় সরকারি অডিটোরিয়াম চত্বরে বিজয় প্যারেট গ্রহন করেন জেলা প্রশাসক সাবেত আলী ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। পরে মহান বিজয় দিবস উপলক্ষে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মেলার ১৯টি স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক সহ অতিথিরা। মেলায় ফ্যাসিস্ট বিরোধী নানা স্থির চিত্র প্রদর্শনীর আয়োজন করে পঞ্চগড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
পরে অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ, সংবর্ধনা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলার বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি, বীর মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। পরে অডিটোরিয়াম হলরুমে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Related Post

Leave a Reply