আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছায় মহান বিজয় দিবস উপলক্ষে পুর্বাশা ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টার পর্যন্ত পৌর সদররের পুরন্দরপুর পাঁচপুকুরের সামনে পুর্বাশা ডায়াগনষ্টিক সেন্টার এন্ড ক্লিনিকের সামনে প্রায় তিনশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও সকল প্রকার প্যাথলজি পরীক্ষার উপর ৫০পারসেন্ট মূল্য ছাড় প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি এন্ড সোনোলজিস্ট ডাঃ ইসমত আরা মৌসুমী, গাইনী অভিজ্ঞ ডাঃ শেখ জান্নাতুল ফেরদৌস মিম, গাইনী এন্ড অবস ডাঃ জেরিন ফারজানা। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা শহিদুর রহমান,পরিচালক রাশেদুল মমিন সুজন, মেহেদী হাসান, জুলফিকার আলী ভুট্টো, তৌহিদুর রহমান বিপ্লব, ডিপ্লোমা নার্স মিতু খাতুন, মেডিকেল এ্যাসিসটেন্ট রাজু হোসেন, ল্যাব টেকনোলজি সাইফুজ্জামান সেতু, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ সহ আরও অনেকে।