এম এ শাহীনঃ গাইবান্ধার বল্লমঝাড় ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার শরিফুল ইসলাম সেলিম নিজেই দুই মাস যেতে না যেতেই আবারো বিতর্কিত দালাল সাজু মিয়াকে অফিসে বসিয়ে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। তহশীলদার শরিফুল ইসলাম সেলিম নিজেই দালাল সাজুকে সাথে নিয়ে জমিজমা সংক্রান্ত বিভিন্ন তদন্ত অনুষ্ঠানে নিয়ে গিয়ে সাজুর মাধ্যমে উৎকোচ আদায় করার অভিযোগ বল্লমঝাড় ইউনিয়ন ভূমি অফিস এলাকায় এখন ওপেন সিক্রেট।
প্রকাশ, গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার বনি ইসরাইল দুই মাস পূর্বে বদলী হয়ে গাইবান্ধা সদরের খোলাহাটী ইউনিয়ন ভূমি অফিসে চলে যায়। তার স্থলাভিষিক্ত হন খোলাহাটী ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদার শরিফুল ইসলাম সেলিম। এই তহশীলদার শরিফুল ইসলাম সেলিম যোগদানের পর নিজেই দালাল সাজুকে সাথে নিয়ে জমিজমা সংক্রান্ত বিভিন্ন তদন্ত অনুষ্ঠানে নিয়ে গিয়ে সাজুর মাধ্যমে উৎকোচ আদায় করা শুরু করেন। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে এ সংক্রান্ত একটি তথ্য সমৃদ্ধ সংবাদ গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হলে দালাল সাজু মিয়া এক/দেড় মাস গা ঢাকা দিয়ে থাকেন।
খোঁজ নিয়ে জানা যায়, ইদানিং উল্লেখিত দালাল সাজু মিয়াকে তহশীলদার শরিফুল ইসলাম সেলিম নিজেই ডেকে এনে অফিসে বসিয়েছে এবং কমপক্ষে দুই সপ্তাহ থেকে দালাল সাজু মিয়া পাবলিক রিলেশন অফিসারের ভুমিকা পালন করছে! এখন সাজু মিয়া আগের থেকেও বেশি দাম্ভিকতায় বীরদর্পে অফিসে যাতায়াত করছে। আস্তে আস্তে আসতে শুরু করেছে দালাল সাজুর সহকারীরা। ক্রমেই বাড়তে শুরু করেছে এদের পদচারণা। ফলে এদের অত্যাচার থেকে মাত্র দুই সপ্তাহ নিষ্কৃতি পেতে না পেতেই আবারো অত্যাচারের মুখে পড়ছে এলাকার সাধারণ সেবা প্রার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দালালরা প্রায় প্রায়ই বলাবলি করে থাকেন যে, এবার তাদেরকে কেউ বের করে দিতে পারবেনা। কারন- তহশীলদার শরিফুল ইসলাম সেলিম নিজেই আমাদেরকে নিয়ে এসেছেন।
ভুক্তভোগীদের অনেকেই জানান, সাজু মিয়া তহশীলদার শরিফুল ইসলাম সেলিম এর নির্দেশে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে খারিজ সহ ভুমি সংক্রান্ত বিভিন্ন কাজ সংগ্রহ করে নিয়ে আসছেন। পরে এই দালাল সাজু মিয়ার মাধ্যমেই প্রতিটা কেসই তহশীলদার দফারফা করে নেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ইতোপূর্বে এই দালাল সাজু মিয়া নিজেকে বল্লমঝাড় ইউনিয়ন ভুমি অফিসের স্টাফ পরিচয় দিয়ে থাকেন এবং সেবা প্রার্থীদের অনেকেই তহশীল অফিসের স্টাফ হিসেবে দালাল সাজু মিয়াকে খোঁজেন। এদের অনেকেই অভিযোগ করে বলেন, তহশীল অফিসে আসলে তহশীলদার শরিফুল ইসলাম সেলিমও সাজু মিয়ার সাথে থাকে কথা বলেন। শুধু তাই নয়, তহশীলদার সেলিম মিয়া জমির মামলা মোকদ্দমা সহ কাগজ পত্রের ত্রুটি বিচ্যুতি ধরে নামজারি সহ ভুমি সংক্রান্ত বিষয়ে মটর সাইকেলের পিছনে নিয়ে, এমনকি দুইজন দুই মটর সাইকেল নিয়েও প্রায় প্রায়ই এক সাথে খোশগল্প করে যেতে দেখা গেছে। এলাকায় গেলে ধুরন্ধর তহশীলদার শরিফুল ইসলাম সেলিম দালাল সাজু মিয়ার মাধ্যমে চুক্তি করে তার হাত দিয়েই টাকা লেনদেন করে থাকেন বলে একাধিক ভুক্তভোগী জানান। তারা আরো জানান, সেবা প্রার্থী কেউ আসলেই এদের খপ্পরে পড়তে বাধ্য হচ্ছে। তারা একই কায়দায় উৎকোচের টাকা লেনদেন করে থাকেন।
সুতরাং ধুরন্ধর তহশীলদার শরিফুল ইসলাম সেলিম নিজের আখের গোছাতে অফিসের পিয়ন জোগেস চন্দ্রকে বাদ দিয়ে উল্লেখিত দালাল সাজু মিয়াকে নিয়ে চলাচল করছে। এলাকার একাধিক ভুক্তভোগী জানান, ঘুষ ছাড়া এই অফিসে কোন সেবা পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এদের অত্যাচারে এই অফিসে আগত সেবা প্রার্থীরা অত্যন্ত অসহায় পড়তে বাধ্য হচ্ছে।