Wed. Dec 18th, 2024

আটোয়ারীতে ধামোরহাট জামে মসজিদ অগ্নিকান্ডে ভূষ্মিভুত

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোরহাট জামে মসজিদ আকষ্মিকভাবে অগ্নিকান্ডে ভূষ্মিভুত হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৭ ডিসেম্বর)রাত প্রায় ১১ টার দিকে মসজিদ ঘরে আগুন দেখে নৈশ প্রহরী মোঃ গিন্নি ইসলাম চিল্লাহল্লা করলে স্থানীয়রা ছুটে আসেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ধামোরহাট জামে মসজিদ সহ মসজিদ সংলগ্ন দু’টি চায়ের দোকান ও একটি মুড়ির দোকান অগ্নিকান্ডে ভূষ্মিভুত হয়। মসজিদ কমিটির স দস্য মোঃ আব্দুস সালাম বলেন, মসজিদের ভিতরে থাকা জায়নামাজ, ফ্লোরের বিছানা, রেজুলেশন ও হিসাবের খাতা ,কিছু টাকা পুড়ে ভূষ্মিভুত হয়েছে। মসজিদের দরজা-জানালা টিনের ছাউনী সহ সর্বস্ব পুড়ে ছাঁই হলেও কুরআন শরীফটি অক্ষত রয়েছে। মসজিদ সংলগ্ন চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে বলে অনেকেই ধারণা করছেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান , আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম মসজিদে অগ্নিকান্ডের ঘটনা পরিদর্শন করেছেন। মসজিদের ইমাম ও খতিব মাওঃ মোঃ সাইফুল ইসলাম মসজিদটি পুনঃনির্মাণে সবার সহযোগিতা কামনা করেছেন।

Related Post

Leave a Reply