Wed. Dec 18th, 2024

রংপুরে উন্নত মম শির নামে ‘স্বাধীনতা স্কয়ার’ এর উদ্বোধন

স্টাফ  রিপোর্টার: ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম প্রাসঙ্গিক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ, হওয়ায়, নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে তুলে ধরতে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপন করা হয়েছে “চির উন্নত মম শির স্বাধীনতা স্কয়ার”। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এর উদ্বোধন করেন কবি নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক কবি আব্দুল হাই শিকদার।
উদ্বোধন শেষে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে চিরকালের নজরুল: সমকালে সংগ্রামে আলাপচারিতা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক কবি আব্দুল হাই শিকদার। অনুষ্ঠানে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম জালাল উদ্দীন আকবর, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, স্টুডেন্ট ওয়েলফেয়ারের চেয়ারম্যান
গোলাম জাকারিয়া, বৈষম্য বিরোধী আন্দোলন মহানগরের আহবায়ক
ইমতিয়াজ আহমেদ ইমতি।
আলাপচারিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক সাহিত্যিকবৃন্দ।

Related Post

Leave a Reply